মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে: বুয়েট ভিসি

  © টিডিসি ফটো

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে বিশেষ জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখে বিশ্ব দরবারে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি, তোমরা তোমাদের মেধা দিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। সোমবার বিকালে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের লেভেল-১/টার্ম-১ এর নবাগত ছাত্র-ছাত্রীদের সাথে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

উপাচার্য বলেন, এখনই তোমাদের ভবিষ্যৎ গড়ার সময়। নিয়মিত মনোযোগ সহকারে লেখাপড়া করে নিজেদের ভবিষ্যত গড়ে তুলবে। তোমাদের প্রচেস্টা হবে এই বিশ্বাবদ্যালয়ে পড়াশোনার মাধ্যমে বিশ্বমানের কারিগরী জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করা। তোমাদের কথাবার্তা, আচার-আচরণ, চাল-চলনে থাকবে উৎকৃস্টতা এবং আভিজাত্যের ছাপ। বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলাসহ নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করে নিজেদেরকে মেধাবী প্রকৌশলী হয়ে ভবিষ্যতে জাতি গঠনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে এটাই আমাদের কাম্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। আরও বক্তৃতা করেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কে এ এম আব্দুল মুক্তাদির, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান, প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ রফিক উল্লাহ, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান।


সর্বশেষ সংবাদ