এক প্ল্যাটফর্মে আসছে শিক্ষার সব তথ্য

  © ফাইল ফটো

দেশের শিক্ষাবিষয়ক সব তথ্য এক প্ল্যাটফর্মে আসছে। এ পদ্ধতিতে প্রতিষ্ঠান পরিচালনাসহ সার্বিক শিক্ষা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে ‘সমন্বিত শিক্ষা তথ্য পদ্ধতি ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম’ নিয়ে কাজ চলছে। সম্প্রতি এক বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দেশের শিক্ষাবিষয়ক সব তথ্য যাতে করে একসঙ্গে পাওয়া যায়, সেভাবে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। যেখানে শিক্ষার সব তথ্য একই ড্যাসবোর্ডে পাওয়া যাবে।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল বলেন, তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা ইএমআইএস (এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) সেলের মাধ্যমে বিদ্যমান প্রযুক্তি আপগ্রেড করছি। আমরা চাই ইএমআইএস সেলে সংযুক্ত হওয়ার কারিগরি সক্ষমতা সব বিদ্যালয়ের যেনো থাকে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, সমন্বিত শিক্ষা তথ্য পদ্ধতি ব্যবস্থাপনা প্ল্যাটফর্মে কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি শিক্ষকসহ সার্বিক জনবলের তথ্য থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ছাত্রছাত্রীর তথ্যসহ শিক্ষার কোন সেক্টরে কত শিক্ষার্থী থাকবে সে তথ্যও পাওয়া যাবে।

এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুবব হাসান বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আমাদের নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। আমাদের নেটওয়ার্কের বাইরে কিছু চলতে পারবে না। কোন শিক্ষাপ্রতিষ্ঠান কী করছে, কেমনভাবে পরিচালতি হচ্ছে এটা আমাদের জানা থাকতে হবে। সেভাবেই আমরা কাজ করছি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বর্তমানে এমন একটা সময়ে আমরা আছি, যখন শিক্ষাব্যবস্থায় অভূতপূর্ব কিছু ধারণা উদ্‌ঘাটিত হচ্ছে, নতুন নতুন কৌশল তৈরি হচ্ছে। এসবই হচ্ছে তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে।

তিনি বলেন, প্রশিক্ষণযোগ্য যুব জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা এবং অন্তর্ভুক্তির বিষয়টি মাথায় রেখে শিক্ষার বিষয়বস্তুর ডিজিটালাইজেশন করা আবশ্যক। ইন্টারনেটের মাধ্যমে প্রান্তিক অঞ্চল পর্যন্ত ডিজিটাল শিক্ষা পৌঁছে দেওয়া এখন সহজসাধ্য।


সর্বশেষ সংবাদ