একাদশে খুব শিগগিরই ভর্তি শুরু: শিক্ষামন্ত্রী

  © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘মনে হয়, একাদশে খুব শিগগিরই ভর্তি শুরু করতে পারবো। করোনার মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল দিতে পারলাম। এখন তাদের কলেজে ভর্তির বিষয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আরো অপেক্ষা করতে হবে হয়তো। কিন্তু ভর্তি অনলাইনে করা যায়, তাই শিগগিরই ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবো।

মঙ্গলবার (৩০ জুন) আওয়ামী লীগের উদ্যোগে করোনাকালীন সংকট নিয়ে ওয়েবিনার ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’-এর অষ্টম পর্বে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হয় আওয়ামী লীগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। একই সঙ্গে সম্প্রচার করা হয় বিজয় টিভির পর্দায়।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।


সর্বশেষ সংবাদ