এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছাচ্ছে

  © টিডিসি ফটো

করোনাভাইরাসকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও শিগগিরই তা পেছানোর ঘোষণা দেয়া হেবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্রে জানা যায়, গত বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এ ছাড়া প্রত্যেক বোর্ডে গত সপ্তাহে এবং চলতি সপ্তাহে কেন্দ্রসচিবদের দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটিও স্থগিত করা হয়েছে। বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে পরীক্ষার খাতা, প্রশ্নপত্র সব কিছু সংশ্লিষ্ট জেলায় পৌঁছে দেওয়া হলেও ১ এপ্রিল পরীক্ষা শুরু করার বাস্তব অবস্থা নেই। সবমিলে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে চায় শিক্ষা মন্ত্রণালয়। তবে পরীক্ষা শুরু হতে এখনো ৯ দিন বাকি আছে, সেজন্য আরো দু-একদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরীক্ষার পেছানোর সিদ্ধান্ত ঘোষণা করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন  বলেন, ‘পরিস্থিতি পর্যালোচনা করে এবং শিক্ষার্থী-অভিভাবকদের নিরাপত্তার কথা ভেবেই আমরা এইচএসসি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেব। চলতি সপ্তাহেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’

আন্ত শিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘আমি শিক্ষার্থীদের বলব, তারা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করুক। পরীক্ষা পেছাতে হলে সময় লাগবে না। চলতি সপ্তাহেই এইচএসসি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, সবার নিরাপত্তার কথা চিন্তা করেই নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ