ভোটের কারণে দু’দিন পেছাল এসএসসি পরীক্ষা

  © ফাইল ফটো

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়ে হচ্ছে না। ঢাকা দুই সিটিতে ভোটের তারিখ পরিবর্তনের কারণে দু’দিন পিছিয়েছে এ পরীক্ষা। ফলে আগামী ১ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও সেটি শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে। 

এ বিষয়ে শনিবার রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাঁর হেয়ার রোডস্থ সরকারি বাস ভবনে গণমাধ্যমের কর্মীদের সাথে কথা বলবেন। রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

এদিকে, পূজার দিন ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে রুদ্ধদার বৈঠক হয়েছে নির্বাচন কমিশনে। আজ শনিবার বিকেল ৪টা থেকে শুরু হয় ওই বৈঠক। পরে আটটার দিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছে, দু’দিন পর এ ভোট হবে। অর্থাৎ আগামী ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি এ ভোট হবে।

সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত রয়েছে। এ কর্মসূচিতে অংশ নিয়ে শনিবার সকাল পর্যন্ত মোট ১১ শিক্ষার্থী অসুস্থের খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল থেকে পূজার দিন নির্বাচন দেয়ায় সমালোচিত হচ্ছে নির্বাচন কমিশন।


সর্বশেষ সংবাদ