বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণের নির্দেশ

  © লোগো

বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত একটি আদেশ মঙ্গলবার প্রকাশ করা হয়।

আদেশে বলা হয়, বাংলাদেশের কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বিদেশি শিক্ষার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাওয়া আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়ে থাকে। এরপর আবেদনকারীদের দাখিল করা পাসপোর্টসহ যাবতীয় সনদপত্র পরীক্ষা করে ভর্তি করার জন্য বিশ্ববিদ্যালয়কে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রাথমিক অনুমোদন দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাওয়া আবেদনের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা অনুমতিপত্র ছাড়া কোনও বিদেশি শিক্ষার্থীকে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা বিধেয় নয়। আদেশে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করার তাগিদ দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, দেশি শিক্ষার্থী ভর্তির তালিকা সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করতে হবে।


সর্বশেষ সংবাদ