নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের তথ্য যাচাইয়ে কমিটি

  © লোগো

নতুন এমপিওভুক্ত ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৬৫০টি স্কুল ও কলেজের তথ্য যাচাইয়ে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। কমিটির প্রধান করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপচিালককে।

কমিটির বাকি সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন প্রতিনিধি, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) একজন প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ), পরিচালক (মাধ্যমিক) এবং উপরিচালক (মাধ্যমিক)। এই কমিটি আগামী ২০ কর্মদিবসের মধ্যে তথ্য যাচাই সম্পন্ন করবে।