তরুণদের ৭৩ শতাংশ শিক্ষা কার্যক্রমের বাইরে

  © ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে তরুণ শিক্ষার্থীদের ৭৩ শতাংশ এখনো শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছেন। এরা পড়াশোনার পাশাপাশি কাজও চালিয়ে যেত। কোভিড সংক্রমণের পরপর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ফলে দুরশিক্ষণ কিংবা অনলাইনে কার্যক্রমেও তারা সংযুক্ত হতে পারেনি।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) জরিপে এ তথ্য ওঠে এসেছে। বুধবার (১২ আগস্ট) জরিপ প্রতিবেদনটি বিশ্বব্যাপী একযোগে প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, করোনার প্রভাবে এসব তরুণ শিক্ষার্থীর মধ্যে কাজ হারিয়েছে প্রতি ছয় জনে এক জন। ১৮ থেকে ২৪ বছর বয়সী এসব শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি নানা কাজে যুক্ত ছিলেন। এখনো যারা কাজে যুক্ত আছে তাদের কর্মঘণ্টা কমেছে। এছাড়া আয় কমেছে ৪২ শতাংশের।

প্রতিবেদন মতে, ৬৫ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, কোভিডের কারণে তাদের শিক্ষণ কার্যক্রম কমে গেছে। আর ৫১ শতাংশ শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম বিলম্বিত হওয়া নিয়ে শঙ্কায় আছেন। এছাড়া ৯ শতাংশ মনে করে তারা শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়তে পারে।

আরো বলা হয়, কোভিডের কারণে যুবকদের তুলনায় যুবারা উৎপাদনশীলতা ও পেশাগত জীবনে বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত। এছাড়া শিক্ষাগত, পেশাগত জীবনে ক্ষতি মানসিক স্বাস্থ্যেও প্রভাব ফেলেছে। এসব তরুণদের ১৭ শতাংশ হতাশাগ্রস্ত বলে জরিপে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ