স্কুল বন্ধ থাকার ক্ষতিকর প্রভাব প্রজন্মান্তরে চলতে থাকবে: গুতেরেস

  © ডয়েচে ভেলে

করোনা সংকটের কারণে বিশ্বের বেশির ভাগ দেশের স্কুল এখনো বন্ধ৷ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব বলেছেন, এর ক্ষতিকর প্রভাব প্রজন্মান্তরে চলতে থাকবে৷

এক ভিডিওবার্তায় জাতিসংঘের মহাসচিব হুয়ান আন্তনিও গুতেরেস বলেন, ‘মধ্য জুলাইয়ে ১৬০টিরও বেশি দেশের স্কুল বন্ধ ছিল৷ এতে ১০০ কোটিরও বেশি শিক্ষার্থীর ক্ষতি হয়েছে৷’

জাতিসংঘের তথ্য অনুযায়ী, করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় বিশ্বের মোট শিক্ষার্থীর ৯৪ ভাগই কোনো-না-কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ক্ষতিগ্রস্তদের শতকরা ৯৯ ভাগই নিম্ন বা নিম্ন-মধ্য আয়ের দেশের৷

জাতিসংঘ মহাসচিব এ কারণে মানবজাতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা এমন এক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি যার প্রভাব প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পড়তে পারে, যা মানবজাতির অন্তর্গত সম্ভাবনা নষ্ট করতে পারে, বিগত দশকগুলোর উন্নতির ধারাকেও ব্যহত করতে পারে৷’

শিক্ষাগ্রহণ প্রক্রিয়ায় লম্বা সময়ের ব্যাঘাতের কারণে শিশুদের পুষ্টিহীনতা, বাল্যবিবাহ এবং লিঙ্গ বিষম্য বেড়ে যেতে পারে বলেও মনে করেন তিনি৷ ভিডিও বার্তায় বিভিন্ন দেশের সরকারকে শিশুদের স্কুলে ফেরানোর উদ্যোগ নেয়ার আহবান জানিয়ে এ বিষয়ে সহায়ক একটি নীতিমালাও উপস্থাপন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস৷ খবর: ডয়েচে ভেলে।


সর্বশেষ সংবাদ