১০ দফা দাবিতে আন্দোলনে কিন্ডারগার্টেন শিক্ষকরা

করোনায় ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন শিক্ষকরা প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। বুধবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান মো. আব্দুল্লাহ বাকি, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মাজেদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম অনিক, শিক্ষা সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। অবস্থান কর্মসূচিতে শতাধিক কিন্ডারগার্টেন শিক্ষকরা অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান মো.আব্দুল বাকি বলেন, করোনায় মহাদুর্যোগে পড়েছেন দেশের লাখ লাখ কিন্ডারগার্টেন শিক্ষকরা। কোনো আয় না থাকায় পরিবার নিয়ে অতিকষ্টে জীবনযাপন করছেন। এই দুর্যোগে শিক্ষকদের বাঁচাতে প্রধানমন্ত্রীর অনুদান চাই।


সর্বশেষ সংবাদ