ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেল ম্যুরাল উদ্বোধন ফেব্রুয়ারিতে

  © সংগৃহীত

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির উদ্যোগে রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে শেখ রাসেল ম্যুরাল উদ্ধোধন ফেব্রুয়ারিতে। শেখ রাসেলের স্মৃতিকে জাগ্রত রাখতে এই ম্যুরাল তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি।

তিনি , স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের শিক্ষাজীবন স্মরণীয় করে রাখতে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ম্যুরাল তৈরি করা হচ্ছে। নতুন প্রজম্ম ও এই স্কুলের ছাত্র-ছাত্রীরা অনেকেই জানে না শেখ রাসেল এখানকার ছাত্র ছিলো। যারা জানে তারাও ভুলে যাচ্ছে। তাই রাসেলের স্মৃতি স্মরণীয় করতে এ উদ্যোগ নেয়া হয়েছে ।

তিনি আরো বলেন, ম্যুরালের কাজ প্রায় শেষ দিকে। বিদেশ থেকে গ্রানাইট পাথর এনে এই ম্যুরাল তৈরি করা হচ্ছে। সেই পাথর খুবই সুন্দর ও আকর্ষণীয়। ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির উদ্যোগে নিজেদের অর্থ দিয়ে করা হচ্ছে শেখ রাসেল ম্যুরাল। আমরা গত কমিটিতে থাকাকালীন এই কাজে হাত নিয়েছিলাম। এটা তৈরি করতে সর্বমোট পনের লাখ টাকা খরচ হতে পারে।

 


সর্বশেষ সংবাদ