শিক্ষার্থীদের অশুভ কাজে লালকার্ড প্রদর্শন

  © সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিক্ষার্থীরা মাদক, বাল্যবিয়ে, জঙ্গিবাদ ও ইভটিজিংকে আনুষ্ঠানিকভাবে লালকার্ড প্রদর্শন করেছে। সেইসাথে এসব থেকে মুক্ত থাকার শপথ গ্রহণ করেছে তারা।

রোববার দুপুরের দিকে উপজেলার শালিয়াগাড়ি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেন।

টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মাহবুবুল করিম তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক সাজেদুল আলম, সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাসিবুল কবির প্রমুখ। এ সময় শিক্ষকবৃন্দ, পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল বারেক, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী মাদক সহ নানা অশুভ কাজ কে লালকার্ড প্রদর্শন করে এবং এসব থেকে মুক্ত থাকার শপথ গ্রহণ করে।


সর্বশেষ সংবাদ