করোনা পরবর্তী শিক্ষাব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়ের সভা আজ

করোনা ভাইরাস কোভিড-১৯ পরবর্তী শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে পূর্বনির্ধারিত দুপুর ১২টার পরিবর্তে বিকেল ৩টায় ভার্চুয়াল এ সভা অনুষ্ঠিত হবে।

সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্বাক্ষরিত সভার সংশোধিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সকল কর্মকর্তাকে কোডিড পরবর্তী শিক্ষা ব্যবস্থা কি হবে এ সংক্রান্ত পরিকল্পনাসহ ভাচুয়াল (Meeting ID: 65881668079 Password: 123) মাধ্যমে অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে এখন তা ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। 


সর্বশেষ সংবাদ