সচিবদের গাড়ির জ্বালানির খরচ বাড়ল

সার্বক্ষণিক গাড়ির সুবিধা পাওয়া সরকারের জ্যেষ্ঠ সচিব, সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ির জ্বালানির খরচ বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে এই পর্যায়ের একজন কর্মকর্তা গাড়ির জন্য মাসে ২৫০ লিটার পেট্রল বা অকটেন অথবা ৩৫৮ ঘনমিটার সিএনজির সুবিধা পাবেন।

সচিবদের জ্বালানি খরচ পুনর্নির্ধারণ করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এত দিন সচিবেরা মাসে ১৮০ লিটার পেট্রল বা ২৭০ ঘনমিটার সিএনজির সুবিধা পেতেন। এর আগে গত বছর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের গাড়ির জ্বালানি খরচ বাড়ানো হয়েছিল।

বর্তমানে ৭৭ জন সচিব ও গ্রেড-১ পদমর্যাদার ১০ জন কর্মকর্তা রয়েছেন।


সর্বশেষ সংবাদ