বিজ্ঞান জাদুঘরে যুদ্ধ বিমান প্রদর্শনী

বিজ্ঞান চর্চার বিকল্প নেই: ইয়াফেস ওসমান

  © টিডিসি ফটো

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, “বাংলাদেশ পারমাণবিক শক্তির ব্যবহারে বিশ্ব মানচিত্রে স্থান নিয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বিজ্ঞানকে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে গ্রহণ করতে হবে। বিজ্ঞান চর্চার বিকল্প কিছু নেই।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে শোকাবহ আগস্ট স্মরণে বঙ্গবন্ধু স্মারক বিজ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বিজ্ঞান জাদুঘরে প্রায় ২০ বছর পরিত্যক্ত অবস্থায় থাকা এফ-৬ যুদ্ধ বিমানটির আধুনিকীকরণ কাজ শেষে নতুন আঙ্গিকে তা প্রদর্শনীর জন্য উন্মুক্ত করেন।

অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বিজ্ঞান জাদুঘরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ব্যাপক আধুনিকীকরণ কাজ চলছে। এফ-৬ যুদ্ধ বিমানের সংস্কারে বাংলাদেশী মেধাবী প্রকৌশলী তানজিয়ার অবদান প্রশংসনীয়। বাংলাদেশে অবশ্যই একদিন বিমান তৈরি হবে। এদেশের মেধাকে পৃষ্ঠপোষকতা করতে হবে। সরকারি কর্মচারীদের হৃদয় দিয়ে কাজ করতে হবে।”


সর্বশেষ সংবাদ