জুম কলের সুরক্ষায় চালু করুন নতুন ফিচার

  © ফাইল ফটো

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সকল শিক্ষা কার্যক্রম ও অফিসিয়াল মিটিং এখন ডিজিটাল ভিডিও কনফারেন্সিং অ্যাপে চলছে। এদিক থেকে এসব কার্যক্রমে এগিয়ে রয়েছে অনলাইন জুম অ্যাপ। কিন্তু সাম্প্রতিক সময়ে অ্যাপটিতে একটু সমস্যা দেখা দিচ্ছিল। 

বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা গেছে মিটিং চলাকালে হুট করে ভিডিওতে প্রবেশ করেছে তৃতীয় পক্ষ। অশ্লীল ভিডিও চালু করা অথবা মিটিং-এ ব্যাঘাত ঘটানোর উদ্দেশ্য নিয়ে বেশকিছু হ্যাকার গোষ্ঠী কাজ করছিল।

তাই সুরক্ষা নিশ্চিত করতে নতুন ফিচার নিয়ে এলো ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। অভিনব এই ফিচারটি হলো জুমের টু স্টেপ অথেনটিকেশন। জুম ঘোষণা করেছে গত বছর এই সময় তাদের যে আয় ছিল তা বেড়ে এখন হয়েছে প্রায় চার গুণ। তারপরই কিছু বিশেষ গ্রুপের ক্ষেত্রে এই অপশন দিয়েছে জুম।

যেভাবে চালু করবেন এই ফিচার-

প্রথমে অ্যাডমিনদের জুম ড্যাসবোর্ডে সাইন ইন করতে হবে।

মেনু থেকে অ্যাডভান্সে গিয়ে সিকিউরিটিতে যেতে হবে।

সেখানে সক্রিয় করতে হবে ‘Sign in with Two-Factor Authentication' অপশন।

সেখানে নির্দিষ্ট বিকল্প বেছে নিয়ে ওকে ক্লিক করে সেভ করলেই সক্রিয় হয়ে যাবে টু স্টেপ অথেনটিকেশন।

 

সূত্র- জি নিউজ


সর্বশেষ সংবাদ