ফিরে এলো নোবেল ম্যান, আবারও রিমুভের হুশিয়ারি ওল্ড ম্যাক্সটানের

ব্যান হওয়া ইউটিউব চ্যানেলটি ফেরত পেয়েছেন বাংলাদেশি কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেল। তার ‘নোবেল ম্যান’ নামের ইউটিউব চ্যানেলটি ব্যান করার কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় ফেরত দেয়া হয়েছে। তবে ইউটিউব চ্যানেলটি আবারও ব্যান করার হুশিয়ারি দিয়েছে ‘ওএলডি ম্যাক্সট্যান’।

সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘ওএলডি ম্যাক্সট্যান’ এর রিপোর্টের ভিত্তিতে নোবলের ইউটিউব চ্যানেলটি বন্ধ করেছে ইউটিউব কর্তৃপক্ষ। পরবর্তীতে কয়েক ঘণ্টার ব্যবধানে আরেক পোস্টে চ্যানেলটি ফেরত পাওয়ার তথ্য জানায় প্রতিষ্ঠানটি।শনিবার ভোরে ওএলডি ম্যাক্সট্যানের ফেসবুক পেইজে এক পোস্টে চ্যানেলটি ফেরত পাওয়ার তথ্য জানানো হয়েছে।

‘ওএলডি ম্যাক্সট্যান’র পোস্টে বলা হয়েছে, ‘নোবেল ম্যান এর ইউটিউব চ্যানেল গতকাল মাস্তানের পক্ষ থেকে রিমুভ করার পর! ইউটিউব কতৃপক্ষের সাথে কথা বলে সে তার চ্যানেল ফিরিয়ে আনে! এতে কষ্ট পাওয়ার কিছুই নেই, চ্যানেল একবার ব্যাক করলে আরও একশ বার রিমুভ করতে পারবো আমরা! আবারও আপডেট শীঘ্রই আসবে। মাস্তানের সাথেই থাকুন।’

এর আগে শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে ‘ওএলডি ম্যাক্সট্যান’ এর ফেসবুক পেইজে এক পোস্টে ইউটিউব চ্যানেলটি বন্ধের তথ্য জানানো হয়। ওই পোস্টে বলা হয়েছে, ‘জনপ্রিয় সারেগামাপা খ্যাত গায়ক ‘মঈনুল আহসান নোবেল’ ওরফে Noble Man এর 1.4M Subscribers এর ইউটিউব চ্যানেল আমাদের গ্রুপের পক্ষ থেকে রিমুভ করা হলো। কথা দিয়েছিলাম আপনাদের সবার আশা আকাঙ্ক্ষা আর কথা আমরা পূরণ করেই যাব ও একটি আদর্শ সাইবার স্পেস হিসেবে উপহার দিব।’ এরপর ইউটিউবে ‘নোবেল ম্যান’ নামের চ্যানেলটি আর খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশি যুবক নোবেল কলকাতার জি বাংলায় গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে অশ্লীলতা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, কপিরাইট আইন ভঙ্গসহ নানা অভিযোগ ওঠে। সর্বশেষ ‘বাংলা মিলবে কবে’ গানের গীতিকার ও সুরকার সৈকত চট্টোপাধ্যায়ের সঙ্গে লিখিত চুক্তি ছাড়াই গানটি ইউটিউবে প্রকাশ করেন নোবেল। এরপরেই তার বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ উঠে।


সর্বশেষ সংবাদ