তুরস্কে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ আইন পাস

  © ফাইল ফটো

সামাজিক যোগাযোগেরমাধ্যম নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন পাস করেছে তুরস্ক। বুধবার পাস হওয়া আইনটিতে ফেসবুক, টুইটার ও ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়াগুলোকে তুরস্কে কার্যালয় খোলার নির্দেশ দেয়া হয়েছে।

নতুন আইনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ কোম্পানিগুলোকে প্রতিদিন ১০ লাখের বেশি ব্যবহারকারী দেখাতে হবে এবং তুর্কি সরকারের উদ্বেগগুলোকে বিবেচনায় নিতে হবে।

নতুন আইন অনুযায়ী, ফেসবুক ও টুইটারের মতো বৃহত্তম সামাজিক যোগাযোগেরমাধ্যমের জন্য তুরস্কে প্রতিনিধি থাকতে হবে এবং তাকে তুর্কি নাগরিক হতে হবে। যেকোনো আপত্তিকর কন্টেন্টের জন্য এসব প্রতিনিধিকে তুর্কি আদালতের নির্দেশনা অনুসরণ করে তা সরিয়ে নেয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দেয়া হবে।

আইন অমান্য করলে তাদেরকে বড় রকমের জরিমানার মুখে পড়তে হবে। আপত্তিকর কন্টেন্টের জন্য বিজ্ঞাপন বন্ধ করা হবে এবং ইন্টারন্টে ব্যান্ডউইথের গতি শতকরা ৯০ ভাগ কমানো হবে। এছাড়া, সামাজিক নেটওয়ার্কগুলোকে ব্যবহারকারীদের ডাটা সংরক্ষণ করার নির্দেশ দেয়া হয়েছে।

মানবাধিকারকর্মীরা বলছেন, নতুন এ পদক্ষেপ দেশটিতে জনমত প্রকাশ ব্যাপক আকারে সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে।


সর্বশেষ সংবাদ