এক ঘণ্টা বন্ধ থাকার পর ফের সচল হোয়াটসঅ্যাপ

  © ফাইল ফটো

প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ফের সচল হয়েছে হোয়াটসঅ্যাপ। মঙ্গলবার (১৪ জুলাই) রাত বাংলাদেশ সময় রাত ২টার দিকে জনপ্রিয় অ্যাপসটির ব্যবহারকারীরা প্রায় এক ঘণ্টা বার্তা আদান-প্রদান করতে ব্যর্থ হন। মার্কিন তথ্য-প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এ খবর জানিয়েছে।

তবে এখন আর অ্যাপসটি ব্যবহারে কোনও জটিলতায় পড়তে হচ্ছে না বলে জানানো হয়েছে। স্বাধীন বিপর্যয় পর্যালোচনাকারী সংস্থা ডাউন ডিটেক্টর জানিয়েছিল, হোয়াটসঅ্যাপ কাজ না করার অনেক খবর তারা পেয়েছে।

অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, অ্যাপসটির সংযোগ পাচ্ছেন না তারা। এমনকি নতুন মেসেজ দেখার সময় ত্রুটি দেখাচ্ছে। ফেসবুকের নিয়ন্ত্রণাধীন হোয়াটসঅ্যাপ এ ধরনের বিপর্যয়ে পড়ার নজির খুবই কম। প্রায় এক বছরের মধ্যে এটিই প্রথম বড় ধরনের বিপর্যয়ে পড়ার ঘটনা।

এ সময় ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। চলতি বছরের শুরুর দিকে ফেসবুক জানিয়েছিল, বিশ্বে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সংখ্যা ২০০ কোটি ছাড়িয়েছে।


সর্বশেষ সংবাদ