আপাতত বন্ধই থাকছে রাইডশেয়ার

  © ফাইল ফটো

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে সব ধরণের গণপরিবহন বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার (১ জুন) থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাস চলাচল শুরু হরেও আপতত বন্ধই থাকছে অ্যাপভিত্তিক রাইডশেয়ারগুলো।

এ সংক্রান্ত একটি চিঠি নিবন্ধিত ১২টি রাইডশেয়ারিং প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। চিঠিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাপভিত্তিক সব রাইডশেয়ার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআরটিএ।

উল্লেখ্য, পাঠাও, উবার, ওভাই ও সহজসহ দেশে ১২টি কোম্পানি রাইডশেয়ার সেবা দেয়ার জন্য বিআরটিএর কাছ থেকে নিবন্ধন নিয়েছে। ঢাকাসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে কার্যক্রম পরিচালনাও করছে বেশিরভাগ নিবন্ধিত রাইডশেয়ার কোম্পানি।


সর্বশেষ সংবাদ