ব্যাংক খুলছে আজ

আজ থেকে খুলছে আবারও ব্যাংক। টানা ছয়দিন বন্ধ থাকার পর করোনা সংকটের মধ্যে সীমিত আকারে হবে লেনদেন। সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। আর লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য শাখা ও প্রধান কার্যালয় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।

গত বৃহস্পতিবার (২১ মে) থেকে শবে কদর, সাপ্তাহিক ও ঈদুল ফিতরের ছুটির কারণে ব্যাংকের লেনদেন বন্ধ ছিল। এদিকে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় দেশে গত ২৬ মার্চ থেকে টানা ৬৭ দিনের ছুটি চলছে। আগামী ৩০ মে শেষ হচ্ছে এ সাধারণ ছুটি। টানা ছুটির কারণে ইতোমধ্যে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমেছে। কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন নানা শ্রেণী-পেশার মানুষ।


সর্বশেষ সংবাদ