একুশের দিনে বাংলা ফন্ট চালু জাতিসংঘের

কম্পিউটার কিবোর্ডের জন্য একটি বাংলা ফন্ট চালু করেছে জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি)। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে এ ফন্ট চালু করা হয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ঢাকার একটি হোটেলে এই ফন্টের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এছাড়াও বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে ইউএনডিপির মানব উন্নয়ন রিপোর্টের (২০১৯) সার সংক্ষেপ বাংলায় প্রকাশ করেছে সংস্থাটি।

ইউএনডিপি জানায়, বাংলা বর্ণমালার যুক্তাক্ষর ও মাত্রাসহ অন্যান্য বিষয়কে বিবেচনায় নিয়ে এই ফন্টটি তৈরি করা হয়েছে। ইউএনডিপি বাংলাদেশের ওয়েবসাইট থেকে সবাই তা ডাউনলোড করতে পারবেন।