বিজ্ঞান প্রদর্শনী উপভোগ করল ৬ হাজার শিক্ষার্থী

  © টিডিসি ফটো

নবম কাব ক্যাম্পুরী-২০২০ উপলক্ষে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। গত ২১-২৪ জানুয়ারি জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক এবং গাজীপুরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

চার দিনে প্রায় ৬ হাজার তরুণ শিক্ষার্থী ও স্কাউট এ প্রদর্শনীতে অংশগ্রহণ করে। পুরো মৌচাক এলাকায় শিক্ষার্থীদের আনন্দের জোয়ার বয়ে যায়। এ ধরণের প্রদর্শনীতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এমন প্রদর্শনী আবারো আয়োজনের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘‘বিজ্ঞানকে বই পুস্তক এবং আবদ্ধ ভবনের গণ্ডি থেকে ছড়িয়ে দিতে বিজ্ঞান জাদুঘর এক অভিলক্ষ্য নিয়ে কাজ করছে। এতে শিক্ষার্থীরা মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পাবে এবং তাঁদের জ্ঞানের পরিসর বৃহৎ হবে”।

উল্লেখ্য এ প্রদর্শনীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের দু’টি ফোর ডি মুভিবাস, দু’টি মহাকাশ অবলোকন বাস শিক্ষার্থী এবং স্কাউটদের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়া একটি মিউজু বাসও প্রদর্শনীর জন্য উন্মুক্ত রাখা হয়।


সর্বশেষ সংবাদ