ফের কাঠগড়ায় ফেসবুক

  © টিডিসি ফটো

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বছরের শুরুতেই পিছু নিয়েছে নতুন বিতর্ক। এমনিতেই নিরাপত্তা লঙ্ঘন, ভুয়া খবর ঠেকাতে ব্যর্থতা কিংবা তথ্যের অপব্যবহার নিয়ে ফেসবুকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। এর মধ্যে ইতালিতে নির্দেশ অমান্য করার অভিযোগে ফেসবুককে ৫০ লাখ ইউরো গুনতে হতে পারে।

এ ঘটনার শুরু ২০১৮ সালে। ইতালির বাজার প্রতিযোগিতা পর্যবেক্ষণ সংস্থার পক্ষ থেকে রায় দেয়া হয়, বাণিজ্যিক কারণে গ্রাহকের ডেটা সংগ্রহ এবং ব্যবহার করার বিষয়টি গ্রাহককে স্পষ্টভাবে জানাচ্ছে না ফেসবুক। মার্কিন প্রতিষ্ঠানটিতে বলা হয়েছিল, ফেসবুক অ্যাপ এবং সব ইতালিয়ান গ্রাহকের ব্যক্তিগত পেজে সংশোধিত বিবৃতি প্রকাশ করতে হবে।

কিন্তু ইতালি সরকারের দেয়া নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। গ্রাহকের ডেটা নিয়ে প্রতিষ্ঠানের অনুপযুক্ত কার্যক্রমের বিরুদ্ধে পূর্ব নির্দেশ মানা হয়নি বলে দাবি করা হয়েছে অভিযোগে। আইনি প্রক্রিয়ার কারণে ৫০ লাখ ইউরো পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে প্রতিষ্ঠানটিকে।


সর্বশেষ সংবাদ