বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মুভিবাস
বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মুভিবাস  © টিডিসি ফটো

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, পুঁথিগত বিদ্যার আবদ্ধ গন্ডি থেকে বেরিয়ে বিজ্ঞানকে খোলা মাঠে উন্মুক্ত প্রদর্শনীর মাধ্যমে উপভোগ করার এ প্রয়াস তরুণ সমাজের মনন-চেতনাকে সমৃদ্ধ করবে। এসব ধারাবাহিকতায় বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

আজ বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ স্কাউটসের নবম জাতীয় কাব ক্যাম্পুরীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ৪টি মুভিবাস, ২টি অবজারভেটরি বাস ও ১টি মিউজু বাসের অংশগ্রহণের মাধ্যমে এক জাঁকজমকপূর্ণ ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। চার দিনের নবম জাতীয় কাব ক্যাম্পুরীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘অন্যরকম বিজ্ঞান’।

অনুষ্ঠানে প্রায় ৬ হাজার ছাত্র-ছাত্রী, ১ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং ১৫ শত স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ