এখন থেকে সিম কিনতে ফেইস স্ক্যানিং বাধ্যতামূলক

  © সংগৃহীত

চারিদিকে বেড়ে যাচ্ছে অপরাধ। এই অপরাধের বেশিরভাগই সংঘটিত হচ্ছে মোবাইলের মাধ্যমে। ভুয়া রেজিস্ট্রেশনের মাধ্যমে সিম কিনে অপরাধ করার সংখ্যাও কম নয়। এই বিষয়টিকে মাথায় রেখে এখন থেকে সিম কিনতে রেজিস্ট্রেশনের পাশাপাশি ফেইস স্ক্যান বাধ্যতামূলক করা হয়েছে।

আর এমন আইন করেছে চীন সরকার। নতুন আইন অনুযায়ী, গ্রাহকদের ফেইস স্ক্যানিংয়ের তথ্য সংগ্রহে রাখছে চীনা টেলিকম কোম্পানিগুলো। সেপ্টেম্বরে নীতিমালাটি পাস হয়। আজ রোববার থেকে এটি কার্যকর হচ্ছে। এতোদিন পর্যন্ত নতুন অপারেটরের অন্তর্ভুক্ত হলে ব্যবহারকারীদেরকে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ও ছবি তুলে নিবন্ধন করতে হতো। এখন থেকে পরিচয় যাচাইয়ে আইডি কার্ডের দেখানোর পাশাপাশি ফেইস স্ক্যানও করতে হবে।

এদিকে চীন সরকারের এমন নিয়ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারীই আওয়াজ তুলেছেন। সরকার যে পরিমাণ তথ্য সংগ্রহে রাখছে এবং যেভাবে সারাক্ষণ তাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে তাতে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।


সর্বশেষ সংবাদ