তুহিন মালিকের নামে ভুয়া পেজ, মিথ্যা প্রপাগান্ডা

আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিকের ছবি ও নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খোলা হয়েছে। ওই  পেজ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

আজ শনিবার এ বিষয়ে তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেন, ‘আবারও আমার নাম ও ছবি ব্যবহার করে ফেইক পেজ খুলে জাতীয় নিরাপত্তা ও দেশপ্রমিক সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালানো হচ্ছে।’

‘দীর্ঘদিন ধরেই আমার নামে নিত্যনতুন ফেইক পেজ বানিয়ে লাগাতার অপপ্রচার ও প্রপাগান্ডা চালানো হচ্ছে। আমাকে যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ, রাষ্ট্রদ্রোহী, ধর্মদ্রোহী বানানোর চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। এমনকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মত ভয়াবহ প্রচারনাও চালানো হয়েছে!’

‘সবাইকে সতর্ক করে বারবার এরকম পোষ্ট দিয়েই চলেছি। গত প্রায় ছয় বছর ধরে। অবিরামভাবে! কিন্তু এক মুহুর্তের জন্য থামেনি এই সব পাষণ্ড নরপিচাশরা!’

‘বন্ধুরা, আপনাদেরকে সবিনয়ে বলছি। গত প্রায় দশবছর ধরে আমি এমন কোন পোষ্ট দেইনি যেটা আমাকে পরে ডিলিট করতে হয়েছে। কিংবা ভুল তথ্য পরিবেশনের জন্য ক্ষমা চাইতে হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন সংবাদ আমার দৃষ্টিগোচর হলে, ঐ তথ্যের যথাযথ ও সঠিক উৎস ও রেফারেন্স নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি কখনও কিছু বলি না। দুনিয়া ও পরকালীন জবাবদিহিতার কথা সার্বক্ষণিক মাথায় থাকে। নিজের বিশ্বাসযোগ্যতাও আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। লেখার আগে পরে প্রচন্ড ভয়ে থাকি, আমার দ্বারা কোন গুনাহ হয়ে গেলো কিনা! সৎ কাজের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে লিখি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই।’

‘বন্ধুরা, যখনই কোন পোষ্ট নিয়ে সন্দেহ হবে, দয়া করে একটু যাচাই করে নিবেন। আমার ফেসবুক ফ্যানপেইজ একটিই। যার ফলোয়ার প্রায় ৬ লক্ষ। আমার ফ্যানপেইজের লিংক হচ্ছে— https://facebook.com/tuhin.malik.dr/ এবং আমার ব্যক্তিগত ফেসবুক আইডিও একটিই https://m.facebook.com/tuhin.malik (ফলোয়ার- প্রায় ২ লক্ষ ৩০ হাজার প্লাস)। বন্ধুরা সতর্ক থাকুন। প্লিজ বিভ্রান্ত হবেন না।’


সর্বশেষ সংবাদ