জাতিসংঘ এসকাপের জ্বালানি কমিটির সভাপতি মোহাম্মদ হোসাইন

জাতিসংঘের এসকাপের জ্বালানি বিষয়ক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এসকাপের জ্বালানি বিষয়ক কমিটির ২য় অধিবেশনে তিনি এ পদে নির্বাচিত হন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এ নীতি-গবেষনা প্রতিষ্ঠানটি।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি গোল) বাস্তবায়নের লক্ষ্যে এসকাপ মিনিস্টারিয়াল ডিক্লেয়ারেশনের অংশ হিসেবে ২ বছর মেয়াদী এই কমিটি গঠিত হয়। সদস্য দেশ সমূহের মধ্যে জ্বালানি খাতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করাই এই কমিটির উদ্দেশ্য। ৫৫ টি সদস্য রাষ্ট্র, নয়টি সহযোগী সদস্য, ২২টি পার্লামেন্ট অবজারভারস এবং ২৪ টি আন্তরাষ্ট্রীয় সংস্থা কমিটিতে রয়েছে।

২০১৭ সালে গঠিত এ কমিটির প্রথম সভাপতি শ্রীলঙ্কার জ্বালানি উপমন্ত্রী অজিত পি পেরেরার স্থলাভিষিক্ত হলেন মোহাম্মদ হোসাইন। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।
কমিটির চার জন সহসভাপতির মধ্যে রয়েছে চীনের আন্তর্জাতিক সহযোগিতা অধিদপ্তরের উপমহাপরিচালক ফেংগকুয়ান অ্যান, রাশিয়ান ফেডারেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপপ্রধান তালইয়াৎ অ্যালাইভ, থাইল্যান্ডের জ্বালানি মন্ত্রণালয়ের ডেপুটি পার্লামেন্ট সেক্রেটারি সারাওয়াত কৈওতাথিপ, তুবালুর পাবলিক ইউটিলিটি অ্যান্ড ইনফ্রাস্টাকচার মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী অ্যাভাফো ইরাতা।


সর্বশেষ সংবাদ