দক্ষিণ এশিয়ায় নিযুক্ত ওয়াটারএইড’র নতুন ডিরেক্টর ড. খায়রুল

ড. খায়রুল ইসলাম
ড. খায়রুল ইসলাম

দক্ষিণ এশয়িায় ওয়াটারএইড’র নতুন রিজিওনাল ডিরেক্টর হিসেবে ড. খায়রুল ইসলাম নিযুক্ত হয়েছেন। গত মঙ্গলবার (১ অক্টোবর) থেকে তার নতুন এ দায়িত্ব কার্যকর হয়। শনিবার সন্ধ্যায় সংগঠনটির কমিউনিকেশনস অফিসার সামিয়া মাল্লিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিশ্বব্যাপী মানুষের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যকর টয়লেট ও উত্তম স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে আর্ন্তজাতকি অলাভজনক সংস্থা ওয়াটারএইড বিশ্বে ২৮টি দেশে ৩০ বছররেও বেশি সময় ধরে কাজ করে আসছে।

নতুন এ পদে নিযুক্ত হওয়ার আগে ড. ইসলাম ১১ বছরেরও বেশি সময় ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গত চার দশক ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বেসরকারি উন্নয়ন ও সরকারি সংস্থায় নানামুখী কাজের অভিজ্ঞতায় নিজেকে সমৃদ্ধ করেছেন।

বাংলাদেশ কান্ট্রি অফিস থেকেই ড. খায়রুল ইসলাম রিজিওনাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন থেকে তিনি বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, নেপাল ও ভারতের কার্যক্রমের তত্ত্বাবধায়ন করবেন।


সর্বশেষ সংবাদ