সিঙ্গাপুর ও হংকংকে পেছনে ফেলল বাংলাদেশ

  © সংগৃহিত

জিডিপিতে সিঙ্গাপুর ও হংকংকে ছাড়ালো বাংলাদেশ। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ এখন ১৩তম বৃহৎ অর্থনীতির দেশ।

এশিয় উন্নয়ন ব্যাংক এডিবি'র 'এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উল্লেখযোগ্য উন্নয়ন সূচক' শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করে প্রতিটি দেশের মোট জিডিপির হিসাব দিয়েছে এডিবি। 

সে হিসেব অনুযায়ী ২০১৮ সালে বাংলাদেশে মোট ৭০ হাজার ৪শ' ১৬ কোটি ডলারের সমপরিমাণ পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন। দ্বিতীয় অবস্থানে আছে ভারত।


সর্বশেষ সংবাদ