সিম ব্যবহার নিয়ে রবির বিবৃতি

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মোবাইল সেবা বন্ধের জন্য মোবাইল ফোন অপারেটরদের দেয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর নির্দেশনার পরপরই নিজেদের বক্তব্য স্পষ্ট করেছে রবি। সেক্ষেত্রে মোবাইল সিম কিনতে হলে বৈধ জাতীয় পরিচয়পত্র থাকা আবশ্যক বলে উল্লেখ করে কোম্পানিটি।

সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রবি অ্যাজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে মোবাইল সিম বিক্রয় সংক্রান্ত নীতিমালা প্রকাশ করে রবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পরিচয় তথ্যভাণ্ডারে (এনআইডি) সংরক্ষিত তথ্যের সাথে বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পরেই একটি মোবাইল সিম বিক্রয় করা হয়। অর্থাৎ মোবাইল সিম কিনতে হলে একজন ব্যক্তির বৈধ জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ হয়, আমরা বিশ্বাস করি যে সিম সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান শুধুমাত্র বৈধ নাগরিকদের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ও এনআইডি ডাটাবেজে নিবন্ধন নিশ্চিত করার মধ্যেই নিহিত রয়েছে।


সর্বশেষ সংবাদ