এমএনপি সেবায় রবি নেটওয়ার্কে আসল রেকিট বেনকিজার

  © টিডিসি ফটো

মোবাইল নাম্বার পোর্টেবিলিটি (এমএনপি) সেবার মাধ্যমে মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে সম্প্রতি রবি নেটওয়ার্কে যোগ দিয়েছে দেশের শীর্ষ বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড।

রাজধানীর গুলশান ১ এ রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের প্রধান কার্যালয়ে রেকিট বেনকিজার লিমিটেডের জেনারেল ম্যানেজার (বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্লাস্টার) বিশাল গুপ্ত এবং রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ চুক্তিটি সই করেন।

চুক্তির আওতায় মোবাইল ভিত্তিক বিশেষ এন্টারপ্রাইজ সল্যুশন, কলরেট, কল কনফারেন্সিং, ক্লোজ ইউজার গ্রুপ সুবিধা এবং ইন্টারনেট সেবাসহ বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করবে রেকিট বেনকিজার।

এসময় রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল, এন্টারপ্রাইজ বিজনেসের জেনারেল ম্যানেজার মো. মনিরুল ইসলাম, জেনারেল ম্যানেজার আজমত উল্লাহ খান এবং রেকিট বেনকিজার লিমিটেড (বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্লাস্টার) রিসোর্সসেস ডিরেক্টর আফরিন হুদা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ