পাওনা টাকা না দেয়ায় ব্যান্ডউইথ কমছে গ্রামীণ-রবির

  © সংগৃহীত

দীর্ঘদিনের পাওনা টাকা না পাওয়ায় মোবাইল সেবা প্রতিষ্ঠান গ্রামীণেফোন ও রবির ব্যান্ডউইথ কমিয়ে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ব্যান্ডউইথ কমানোর ফলে গ্রাহকরা সাময়িক সমস্যায় ভুগতে পারেন।

এ ঘটনায় যথাযথ নিরীক্ষা সম্পন্ন করেই পাওনা দাবি করেছে বিটিআরসি। তাই মোবাইল কোম্পানি গ্রামীণফোন এবং রবিকে পাওনা টাকা দিতেই হবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান জহুরুল হক। তিনি বলেন আলোচনার পথ খোলা, কিন্তু পাওনা পরিশোধের বিকল্প নেই।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান এমন প্রতিক্রিয়া তুলে ধরেন। তিনি জানান, গ্রামীণফোনের কাছে পাওনা প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা। আর রবির কাছে পাওনা প্রায় ৮৬৭ কোটি টাকা। নীরিক্ষা আপত্তি হিসেবে এ টাকা দাবি করে বিটিআরসি।

বিটিআরসি চেয়ারম্যান জানান, দীর্ঘদিনের পাওনা না পেয়েই কোম্পানি দুটির আংশিক ব্যান্ডউইথ কমানো হয়েছে। ব্যান্ডউইথ কমানোর ফলে গ্রাহকদের কিছুটা সমস্যা হচ্ছে, কিন্তু বড় কিছু পেতে হলে সামান্য কষ্ট মেনে নিতে হবে। তিনি বলেন, সরকারি টাকা না দিলে সুদ বাড়বে।


সর্বশেষ সংবাদ