প্রাথমিক থেকেই প্রোগ্রামিং শিক্ষা শুরু হবে: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, শিশুদের বর্ণমালা ও যোগ-বিয়োগ শেখানোর পাশাপাশি প্রোগ্রামিং প্রশিক্ষণও জরুরি। এ জন্য প্রাথমিক স্তর থেকে কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষা দেওয়া হবে। সৃজনশীলতা তৈরির পাশাপাশি সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনেও প্রস্তুত করতে হবে। প্রোগ্রামার তৈরির পাশাপাশি এটি শিশুর জীবনে বিভিন্ন সমস্যা সমাধানে কাজে লাগবে।

গত বুধবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আইসিটি বিভাগ ও ইয়াংবাংলার যৌথ উদ্যোগে আয়োজিত ‘জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৯’-এর প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি জানান, ভবিষ্যতে ডিজিটাল প্রযুক্তির কারণে পেশাগত যে পরিবর্তন আসবে তার প্রতিটির সঙ্গে কোনো না কোনোভাবে প্রোগ্রামিংয়ের বিষয়টি যুক্ত থাকবে। এ জন্য জাতীয় পর্যায়ে শিশু-কিশোরদের প্রোগ্রামিং প্রতিযোগিতা নিয়মিত করা হবে।

উল্লেখ্য, গত বছর দেশে প্রথমবারের মতো শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ