মহাকাশ থেকে চোখ ধাঁধানো ছবি তুললো শাওমি ফোন

  © সংগৃহীত

এবার মহাকাশে পাঠানো হলো শাওমির রেডমি নোট-৭। অবাক করার মতো হলেও এটি কোনও গল্প কিংবা রূপকথা নয়। মহাকাশ থেকে ছবি তুলেছে ফোনটি।

এর আগে একবার ফোনটি পায়ে লাগিয়ে স্কেটিং আ চপিং বোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছিল। আর এবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে রেডমি নোট-৭ ফোনটি মহাকাশে পাঠানো হচ্ছে। ফোনটি ভূপৃষ্টের ৩১ কিলোমিটার ওপর থেকে ছবিও তুলেছে।

চীনা কোম্পানির শাওমি ব্র্যান্ডের মোবাইলের জনপ্রিয়তা এখন তুঙ্গে। বিশ্বজোড়া এই ফেনটির শক্তপোক্ততা নিয়ে একের পর এক অনেক প্রচারণা চালিয়েছে কোম্পানিটি।

শাওমি প্রধান লেই জুন চীনের এক সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে একটি বেলুনে চেপে রেডমি নোট-৭ ফোনকে মহাকাশে পাড়ি দিতে দেখা গেছে। এ সময় ফোনের ভেতরের তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। বাইরের তাপমাত্রা ছিল মাইনাস ৫২ ডিগ্রি সেলসিয়াস।

পৃথিবীতে ফিরে আসার পরে মহাকাশে রেডমি নোট-৭ এর ক্যামেরায় তোলা কিছু ছবি টুইটারে শেয়ার করেছে শাওমি।


সর্বশেষ সংবাদ