ক্যালিগ্রাফি প্রতিযোগিতা, পুরস্কার ৫০ হাজার টাকা

ইসলামি ক্যালিগ্রাফি প্রতিযোগিতা
ইসলামি ক্যালিগ্রাফি প্রতিযোগিতা  © সংগৃহীত

বাংলাদেশের তরুণ ক্যালিগ্রাফারদের জন্য ইসলামি ক্যালিগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। ইসলামি শিল্প ও সংস্কৃতিতে তরুণদের আগ্রহী করে তুলতে এ আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি। আগামী ৪ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

পড়ুন সাংবাদিকতা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের ৩ দিনব্যাপী সামিট

ইসলামি ক্যালিগ্রাফি প্রতিযোগিতার আওতায় মোট ৪৫ জনকে পুরস্কৃত করা হবে। ১ম স্থান অধিকারকারী পাবেন ৫০ হাজার টাকা। আর ১ম রানার আপ ৩০ হাজার টাকা, ২য় রানার আপ ২০ হাজার টাকা ও পিপলস চয়েস এওয়ার্ড হিসেবে ২ জনকে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে। এছাড়া বিশেষভাবে নির্বাচিত ২০ জনকে ১০ হাজার টাকা এবং সাধারণভাবে নির্বাচিত ২০ জনকে ৫ হাজার টাকা করে প্রদান করা হবে।

এই ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় দুইটি বিভাগ রয়েছে এবং প্রতিটি বিভাগের বিষয়বস্তু আলাদা আলাদা।

ক-বিভাগ: আল-কুরআন ও আল হাদিসের যে কোন নস -এর ইসলামি ক্যালিগ্রফি ও ক্যালিগ্রাফি পেইন্টিং। এই বিভাগে আলিয়া মাদরাসায় ফাজিল ও কামিল স্তরে অধ্যয়নরত (নিয়মিত/অনিয়মিত/প্রাইভেট) শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ক্যালিগ্রাফি বা ক্যালিগ্রাফি পেইন্টিং অবশ্যই আরবৰি ভাষায় হতে হবে।

খ-বিভাগ: বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত আরবি/বাংলা/ইংরেজিতে ইসলামি ক্যালিগ্রাফি ও ক্যালিগ্রাফি পেইন্টিং। ক্যালিগ্রাফির বিষয়বস্তু ইসলামি শিক্ষা ও মূল্যবোধ সম্পর্কিত হতে হবে। এই বিভাগে আলিয়া মাদরাসায় ফাজিল ও কামিল স্তরে অধ্যয়নরত (নিয়মিত/অনিয়মিত/প্রাইভেট) শিক্ষার্থীসহ আলিয়া মাদরাসার যেকোন পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ, যারা বর্তমানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত তারাও অংশগ্রহণ করতে পারবে।

আরও পড়ুন আইইএলটিএস ছাড়াই কানাডার টেড ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ

সুযোগ-সুবিধাসমূহ:

* মোট ৪৫ জনকে পুরস্কৃত করা হবে।
* ১ম স্থান অধিকারকারী পাবেন ৫০ হাজার টাকা। 
* ১ম রানার আপ ৩০ হাজার টাকা।
* ২য় রানার আপ ২০ হাজার টাকা।
* পিপলস চয়েস অ্যাওয়ার্ড হিসেবে ২ জনকে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে। 
* বিশেষভাবে নির্বাচিত ২০ জনকে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে।
* সাধারণভাবে নির্বাচিত ২০ জনকে ৫ হাজার টাকা করে প্রদান করা হবে।
* বিজয়ীরা সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রদর্শনীর ক্যটালগ উপহারস্বরূপ পাবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী :

* ক্যালিগ্রাফির মাধ্যম: কালি, জলরং, তেলরং, এক্রেলিককালার।
* ক্যানভাস সাইজ ২৪”/৩০” হবে। কাগজে করা হলে অবশ্যই ২৪”/৩০” সাইজ বাধাই করে দিতে হবে।
* রেজিন্ট্রেশনকৃত প্রতিযোগীগণ ১৮ জুলাইয়ের মধ্যে ক্যালিগ্রাফি বা ক্যালিগ্রাফি পেইন্টিং-এর ফটোগ্রাফ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বিশ্ববিদালয়ে অধ্যয়নরত হলে স্ব স্ব বিভাগ থেকে নেয়া প্রত্যয়নপত্রের মূলকপি ও দুইকপি পাসপোর্ট সাইজের ছবি প্রযোগিতার আন্ধায়ক প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-এর ঠিকানায় প্রেরণ করতে হবে।
* ফটোগ্রাফে শিল্পকর্মের ছবি স্পষ্ট ও পরিচ্ছন্ন থাকতে হবে। অন্যথায় ফটোগ্রাফ বাতিল বলে বিবেচিত হবে।
* একজন প্রতিযোগী প্রতি বিভাগে সর্বোচ্চ ৩টি ক্যালিগ্রাফি বা ক্যালিগ্রাফি পেইন্টিং দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
* নির্বাচিত প্রতিযোগীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
* চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বাছাইকৃত শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে।
* বিজয়ী ও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকে নগদ অর্থ।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন। এছাড়া প্রয়োজনে তথ্যের জন্য : ০১৫৩৭-০০৪০১৬-এই নাম্বারে যোগাযোগ করুন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence