ঢাবি ছাত্রী সুমাইয়া হত্যা: শাশুড়ি ও ননদ কারাগারে

  © টিডিসি ফটো

নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী সুমাইয়া হত্যার ঘটনায় আটক তার শাশুড়ি ও ননদকে জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে পুলিশ নিহত সুমাইয়ার শাশুড়ি সৈয়দ মালেক ও ননদ জাকিয়াকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোরশেদ আলমের আদালতে হাজির করলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

তবে এ হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সুমাইয়ার স্বামী মোস্তাক হোসেন ও শ্বশুর জাকির হোসেন এখনো পলাতক রয়েছেন।

এদিকে, সুমাইয়ার মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তার ভিসেরা রিপোর্ট ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নাটোর সদর হাসপাতালের আরএমও ডা. আমিনুল ইসলাম।

 


সর্বশেষ সংবাদ