ক্যান্সারের কাছে হার মানলেন ঢাবি শিক্ষার্থী আরিফ

  © টিডিসি ফটো

লিউকেমিয়ার (এক ধরনের ব্লাড ক্যান্সার) সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। আজ বুধবার (৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ওই শিক্ষার্থীর নাম আবু তালহা আরিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের (২০১৭-১৮ বর্ষ) শিক্ষার্থী এবং ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন।

রাসেল আহমেদ ইয়াসিন নামে আবু তালহা আরিফের এক সহপাঠী জানান, লিউকোমিয়া হওয়ার কারণে গত কয়েকদিন যাবৎ ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ছিল আরিফ। রক্তকনিকা অস্বাভাবিক হারে কমে গেলে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্লাটিলেট কমে যাওয়ার কারণে চিকিৎসারত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরিবারের কারো সাথে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে কিনা- জানতে চাইলে রাসেল জানান, আমি তার অভিভাবকদের সাথে কথা বলেছি। তখন উনারা গাড়িতে ছিল। লাশ নিয়ে বাড়ি যাচ্ছে তাই বিস্তারিত কথা বলার সুযোগ হয়নি।