ঢাবি ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে এবার মুখ খুললেন নুর

  © সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের কারণে ক্যাম্পাস বন্ধের সুযোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গাছ নিধন চলছে— এমন অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৯ মে) দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাতীয় স্বার্থে এসব গাছ কাটা হচ্ছে।

এ বিতর্কের পরিপ্রেক্ষিতে এবার নিজের মতামত জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। গাছ কাটার বিষয়ে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পরিবেশের জন্য গাছ প্রয়োজন। উন্নয়ন ও জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে। জনগণের উন্নয়নের জন্য পরিবেশ ঠিক থাকা প্রয়োজন।’

তিনি বলেন, ‘আমি যতটুকু জানি এখানে যে গাছগুলো কাটা হয়েছে, সবগুলো গাছ কাটার দরকার ছিল না। কিছু গাছ কাটা দরকার আছে সেগুলো কাটতে হবে, সেটা নিয়ে আমি বলতে চাই না। আমি মনে করি, যেভাবে নির্বিচারে গাছগুলো কাটা হয়েছে, সেভাবে কাটা ঠিক হয়নি।’

পড়ুন: জাতীয় স্বার্থে ক্যাম্পাসের গাছ কাটা হচ্ছে— ঢাবি উপাচার্য

নুরুল হক নুর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জনবহুল এলাকা। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য যে ধরনের পরিবেশ দরকার ছিল, বহিরাগত নিয়ন্ত্রণের যে ধরনের ব্যবস্থা নেয়া দরকার ছিল ঢাকা মেডিকেল বা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, পাবলিক লাইব্রেরী, কেন্দ্রীয় শহীদ মিনারের কারণে আমরা সেই ব্যবস্থা করতে পারিনি।’

তিনি বলেন, ‘এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি মেট্রো স্টেশন হয় তাহলে বহিরাগতের সংখ্যা বেড়ে যাবে। আমরা তখন দেখবো টিএসসিতে ছিনতাই ঘটবে। মেট্টোরেলের যে শব্দ হবে, সেই শব্দ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিঘ্ন ঘটাবে বলে আমার মনে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রাস্তার পাশেই আমাদের কেন্দ্রীয় লাইব্রেরী, সামাজিক বিজ্ঞান ভবন।’

তিনি আরো বলেন, ‘শব্দের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার বিঘ্ন ঘটতে পারে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য শব্দ দূষণের একটি কারণ হবে। এখন আমরা প্রায় সময় শুনি, বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। তখন এই ঘটনাগুলো আরো বেড়ে যাবে।’


সর্বশেষ সংবাদ