আইসিইউতে শেষ মুহূর্ত কাটছে ঢাবি ছাত্রের

বিশ্ববিদ্যালয়ের বার্ষিক 
ক্রীড়া প্রতিযোগিতায় উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের হাত থেকে পুরস্কার নিচ্ছেন তানভীর
বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের হাত থেকে পুরস্কার নিচ্ছেন তানভীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জীবন সায়াহ্নে পৌঁছে গেছেন। বর্তমানে তিনি রাজধানীর বিআরবি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তাঁর লিভার সম্পূর্ণ অকেজো হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই ফিরে আসার স্বপ্ন ছেড়ে দিতে হয়েছে। তবে জীবনের বাকী দিনগুলো যেন আইসিইউতে কাটাতে পারেন দরিদ্র্য বাবা-মায়ের এই সন্তান সেই সুযোগটি করে দেয়ার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন তার সহপাঠি ও শুভকাঙ্ক্ষীরা।

ওই শিক্ষার্থী হলেন মুহাম্মদ তানভীর হোসেন। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র। হাজী মুহাম্মদ মহসীন হলের আবাসিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল এবং আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় মাঠে সরব উপস্থিতি ছিল তার। বিভাগ ও হলের সেরা খেলোয়াড়ও হয়েছেন। আজকে সবকিছু ছেড়ে চলে যেতে হচ্ছে মহাকালের ডাকে। তানভীরের বাড়ি সাতক্ষীরা জেলায়।

পরিবার সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী বর্তমানে রাজধানীর বিআরবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সোহরাওয়ার্দী মেডিকেল ও বিআরবি হাসপাতলের চিকিৎসকরা জানিয়েছেন তাঁর লিভার সম্পূর্ণ অকেজো বা ‘ডেমেজ’( Acute hepatic failure) হয়ে গেছে। তাই চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছেন।

জীবন সায়াহ্নে পৌঁছা ওই শিক্ষার্থীর শেষ দিনগুলো একটু নিবিড় পরিচর্যায় কাটানোর ব্যবস্থা করতে চায় তার সহপাঠি ও শুভকাঙ্ক্ষীরা। কিন্তু এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল যা তার দরিদ্র বাবার পক্ষে চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সচ্ছল ও হৃদয়বানদের প্রতি এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

তানভীরকে আর্থিকভাবে সাহায্য করতে চাইলে নিম্নোক্ত নাম্বারে আর্থিক সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
#BKash :
01777858577(Ashraful)
01521253827(Tanvir)
#Rocket :
018320585835( Rakin)
#Nagad:
01521251804 (Aman)

#Bank Account number :
27510512457
Dutch-Bangla Bank limited.
Newmarket Branch, Dhaka.
Mohammad Ashraful Islam
(01777858577)

এছাড়া তানভীরের সর্বশেষ শারীরিক অবস্থা ও খোঁজ-খবর নেওয়ার জন্য তাঁর বাবার সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরে- 01777132823, 01798079756


সর্বশেষ সংবাদ