জাতির জনককে অস্বীকারকারী দলের নিবন্ধন বাতিলের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

  © টিডিসি ফটো

আজ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সকাল ৭টায় ধানমন্ডির বত্রিশ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো: আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাব্বী হাসান শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুন বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মুজিববর্ষে সবাইকে শপথ নিয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। একাত্তরের পরাজিত অপশক্তিরা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। ৭৫ সালে জাতির পিতার হত্যাকারী স্বাধীনতা বিরোধী অপশক্তিরা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এদেরকে দমন করতে হবে।’

তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধ শেষ হয়েছে কিন্তু আমাদের আদর্শিক যুদ্ধ এখনো চলছে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের যুদ্ধে আমাদের পূর্বসূরিদের ন্যায় আমরাও জয়লাভ করবো ইনশাল্লাহ। বঙ্গবন্ধুকে জাতির পিতা মেনে সকল রাজনেতিক দলকে বাংলাদেশে রাজনীতি করতে হবে।’

আল মামুন বলেন, ‘বঙ্গবন্ধুকে জাতির জনক অস্বীকারকারী রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল করতে হবে। বঙ্গবন্ধুর বাংলায় এদের রাজনীতি করার কোন অধিকার নেই। মুক্তিযুদ্ধ মঞ্চ খুব শীঘ্রই এই বিষয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’


সর্বশেষ সংবাদ