মোদিকে দেশে আনলে রাজপথে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হবে: নুর

  © ফাইল ফটো

মুজিবশত বর্ষ উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশে আনা হলে রাজপথে জনতার অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা জানান নুর। এসময় নুর জানান, আমরা মুজিববর্ষের অনুষ্ঠানে আমরা ভারতকে দাওয়াত দিতে নিষেধ করিনি। আমরা শুধু দাঙ্গাবাজ মোদিকে দাওয়াত দিতে নিষেধ করেছি। নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য নুরের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল।

‘‘ওকা সাহেব, আমরা ভারতকে দাওয়াত জানাতে নিষেধ করিনি।আমরা বরাবরই বলেছি ভারতের সাথে এদেশের মৈত্রীর সম্পর্ক রয়েছে। প্রণব মুখার্জির মতো গুণী মানুষকে দাওয়াত দিয়েছেন আমরা প্রশংসা করি, এমন প্রগতিশীল মানুষদের দাওয়াত দেন খুবই ভালো কিন্তু গুজরাট দাঙ্গার মূলহোতা, দিল্লি সহিংসতার মদদদাতা, মসজিদ পোড়ানো, মুসলিম নির্যাতনকারী মোদির মতো সাম্প্রদায়িক ব্যক্তিকে এদেশের জনগণ মেনে নিবে না।

সবকিছু বুঝেও যদি মোদিকে বাংলাদেশে আনতে চান,তাহলে রাজপথে জনতার অগ্নিস্ফুলিঙ্গ দেখার জন্য অপেক্ষা করুণ’’।


সর্বশেষ সংবাদ