প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ঢাবির ১১ শিক্ষার্থী

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদভুক্ত ১১ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ পেয়েছেন। নিজ নিজ অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তির জন্য তারা এ পদক পান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদকপ্রাপ্তরা হলেন- উর্দু বিভাগের ফারহানা ইয়াছমিন, পরিসংখ্যানের বিকাশ পাল, আইনের মো. জাহিদ-আল মামুন, অর্থনীতির মুহাম্মদ ফরিদ হোসাইন পাটওয়ারী, উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের মো. আজিজুর রহমান খান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আসিফ আহমেদ সামি, ফার্মেসি বিভাগের ফারজানা কবির, ভূতত্ত্ব বিভাগের ফরহাদ হোসেন, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের নাজমুল হোসেন,ওরিয়েন্টাল আর্টসের উৎপল কুমার এবং মেডিসিন ও সার্জারি বিভাগের মেহনাজ নূর ।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রকাশিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলের উপর ভিত্তি করে এবার ৩৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১৭২ জনকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য নির্বাচিত করা হয়।


সর্বশেষ সংবাদ