সান্ধ্যকোর্স বাতিল না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি

  © ফাইল ফটো

বাণিজ্যিক উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হওয়া সান্ধ্যকোর্স বাতিল না করলে কঠোর আন্দোলনের হুশায়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ও ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

সোমবার রাতে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ধরণের বাণিজ্যিক কোর্স চলতে দিব না। অর্থের বিনিময়ে শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় মত পাবলিক বিশ্ববিদ্যালয় চরিত্র ক্ষুণ্ন করছে বলে আমরা মনে করি।

তিনি বলেন, উচ্চশিক্ষার প্রয়োজনে, শিক্ষার্থীদের প্রয়োজনে অবশ্যই তা বাণিজ্যিক ভিত্তিতে নয়, এমন কোন কোর্স যদি চালানো সম্ভব হয় সেটি সমর্থনযোগ্য হতে পারে তবে এর বাইরে কোন ধরণের বাণিজ্যিক কোর্স ন্যূনতম অর্থেও সমর্থনযোগ্য নয়।

চলমান একাকেমিক কাউন্সিলের সভার বিষয়ে তিনি বলেন, এ সভা থেকে যৌক্তিক কিংবা ন্যায় সঙ্গত শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেওয়া হলে আমরা স্বাগত জানবো। কিন্তু বাণিজ্যিক স্বার্থ-সংশ্লিস্ট সিদ্ধান্ত নিলে আমরা প্রতিবাদ করবো। প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।


সর্বশেষ সংবাদ