শামসুন নাহার হল অ্যালামনাইয়ের সভাপতি আভা, সম্পাদক চাঁপা

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এটি অনুষ্ঠিত হয়। সভায় আভা দত্তকে সভাপতি ও বেগম শামসুননাহার চাঁপাকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। নতুন কটিটি গঠন ছাড়াও বার্ষিক সাধারণ সভায় শোক প্রস্তাব, সংগঠনের কার্যবিবরণী রিপোর্ট এবং আয়-ব্যয়ের হিসাব সম্বলিত অডিট রিপোর্ট উপস্থাপন করা হয়। তাছাড়া হলের চারজন গরীব মেধাবী ছাত্রীকে বৃত্তি প্রদান করারও সিদ্ধান্ত হয়।

পূর্ণাঙ্গ কমিটি যারা রয়েছেন: সভাপতি আভা দত্ত; সহ-সভাপতি ড. আয়েশা বেগম, ড. সেতারুন্নাহার, সাহিদা খাতুন, রাফিয়া রহমান টফি, হায়দারী সুলতানা রেজিনা, রাফেয়া আবেদীন, খুরশীদ নাহার; সাধারণ সম্পাদক বেগম শামসুন নাহার চাঁপা; যুগ্ম সাধারণ সম্পাদক জেনিফার ইউসুফ, শিউলি আফসার; কোষাধ্যক্ষ বাণী চৌধুরী; সহ কোষাধ্যক্ষ রেহানা সুলতানা; দপ্তর সম্পাদক: তাসলিমা খান; সাংগঠনিক সম্পাদক: মাহমুদা সুলতানা হেলেন; প্রচার সম্পাদক লিপিকা তাপসী; সমাজকল্যাণ সম্পাদক ফারহানা হক নীলা; সাংস্কৃতিক সম্পাদক নাদিরা কিরণ; সহ সাংস্কৃতিক সম্পাদক ডালিয়া দাস; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক সালমা বেগম (মুক্তা); সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুনু দে; আন্তর্জাতিক সম্পাদক শিখা বোস; আইন সম্পাদক: অ্যাড. দৌহিদা নাজনীনঅ

এছাড়া সদস্যদের মধ্যে রয়েছেন, শিরিনা নাহার লিপি, মাহমুদা বেগম নিরু, আমেনা বেগম, গীতা সাহা, ফেরদৌসী বেগম, নিবেদিতা দাস, অরুনা পাল ডুলি, শাহিন সোবহানা সুরভী, অর্চনা সাহা, শায়লা ফরজানা, নুরুন নাহার শিউলি, নুসরাত আরেফিন, আংগুর নাহার মন্টি, ঝর্ণা মনি।


সর্বশেষ সংবাদ