সম্পাদকের লেখা সম্পাদনা করবে কে?

 অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন
অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীনের স্বাক্ষর করা একটি চিঠিতে ৭টি বানান ভুল পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। চিঠিটি গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক বরাবর পাঠানো হয়।

বাংলা ইংরেজি ভাষায় প্রবন্ধ/গবেষণা প্রবন্ধ আহ্বান করে লেখা ওই চিঠির অনেক বানানে ভুল ধরা পড়ায় সমালোচনার মুখে পড়েছেন এই অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপেও চিঠিটি ছড়িয়ে পড়েছে।

চিঠিতে থাকা বানান ভুলের মধ্যে আছে—‘ইংরেজী’, ‘গবেষনা’, ‘গ্রহন’, ‘আর্ন্তজাতিক’, ‘গবেষনা’ ‘কারনে’, এবং ‘২টি’।

চিঠিতে ভুলের বিষয়ে জানতে অধ্যাপক জামালের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি। অধ্যাপক জামাল উদ্দীন নাজমুল করিম স্টাডি সেন্টারের পরিচালক এবং জার্নাল অফ সোশিওলজির সম্পাদক।


সর্বশেষ সংবাদ