সেই শিক্ষককে ঢাবি থেকে অব্যাহতি

  © টিডিসি ফটো

পিএইচডি গবেষণার ৯৮ শতাংশ নকল করা সেই শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ধরণের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। অব্যাহতি দেওয়া সেই শিক্ষককের নাম আবুল কালাম লুৎফুল কবীর। তিনি ওষুধপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্বেও আছেন।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় বহিস্কারের এই সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, ৯৮ শতাংশ হুবহু নকল পিএইচডি গবেষণা অভিসন্দর্ভের (থিসিস) মাধ্যমে ‘ডক্টরেট’ ডিগ্রি নিয়েছেন আবুল কালাম লুৎফুল কবীর। এই গবেষণার সহতত্ত্বাবধায়ক অভিযোগ করেছেন, একাধিকবার অনুরোধ করলেও লুৎফুল কবীর তাঁকে থিসিসের কোনো কপি দেননি।


সর্বশেষ সংবাদ