টাইলস নয়, টিএসসিতে ঘাস চান শিক্ষার্থীরা

টিএসসি
টিএসসি  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্ত্বর টাইলস বসানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর চিঠি দেওয়া হয়েছে। গত ১৯ জানুয়ারি টিএসসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) সৈয়দ আলী আকবর এই চিঠি দেন। তবে ওই আবেদনের প্রতিবাদ জানিয়েছেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, টিএসসিতে তারা টাইলস চান না। টাইলসের পরিবর্তে সেখানে ঘাস লাগানো হোক।

এদিকে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস‌্য রাকিবুল ইসলাম ঐতিহ্য টাইলস লাগানোর ব্যাপারে শিক্ষার্থীদের মতামত জানতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক একটি গ্রুপে ওই চিঠির ছবি পোস্ট করেন। সেই পোস্টে কমেন্ট করে শিক্ষার্থীরা পায়রা চত্ত্বরে টাইলসের পরিবর্তে ঘাস লাগানোর দাবি জানান।

মো. আব্দুর রহমান নামে একজন পেস্টে কমেন্ট করে লিখেছেন টাইলস সমর্থন করছি না। বরং ভালো মাটি দিয়ে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কিছুটা ঢালু করে দেওয়া যায়। ফলস্বরূপ বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হবে।

মো. মাহামুদুল হাসান জেপু লিখেছেন, এটা সুন্দর হচ্ছে না, টাইলস ভিজলে যে পিচ্ছিল হয় পড়ে মাথা ফাঁটবে, মাটি টারেই কোন ভাবে ঘাস লাগিয়ে কিছু করা দরকার। টাইলস না ।

এ বিষয়ে ডাকসু সদস্য ঐতিহ্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, টিএসসি একটি বহুল ব্যবহৃত জায়গা। এখানে রাত দিন একরকম। শিক্ষার্থীরা চাচ্ছে এখানে টাইলসের বদলে ঘাস লাগানো হোক। আমি চেয়েছিলাম। কিন্তু বাস্তবতা ভিন্ন। শত শত শিক্ষার্থী হাটাহাটি করে। যার ফলে ঘাস উঠবেনা। ঘাস তুলতে চাইলে অন্তত ৬ মাস জায়গাটার উপর চলাচল বন্ধ রাখতে হবে। কিন্তু তা অসম্ভব। আমরা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে এটা করার উদ্যোগ নিতে চাচ্ছিলাম। শিক্ষার্থীদের যদি ভিন্নমত হয় এরকমও করা যায় যে টাইলস এক সারি আর এক সারি ঘাস থাকবে।

মল চত্বরে ঘাস লাগানোর জন্য গত কয়েক মাস ধরে জায়গাটা বন্ধ জানিয়ে তিনি আরও বলেন, টিএসসির এই ব্যস্ততম জায়গাটা কি বন্ধ করা সম্ভব? কখনো না। আমরা পুরোটাও টাইলস দিবনা। যে জায়গায় স্টেইজ করা হয় ওটা মাটি থাকবে। আর টাইলস মানে ওই পিচ্ছিল টাইলস না। শুধু ঢালায় করা হবে যেটা হবে কর্কষ আর পায়ে পিছলে যাবেনা বর্ষাকালে। তারপরেও কাজ করার আগেই শিক্ষার্থীদের মতামত নেওয়ার জন্য ব্যাপারটা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে দিয়েছিলাম। আমরা শিক্ষার্থীদের দাবিকেই প্রাধান্য দিব সবসময়।


সর্বশেষ সংবাদ