শিক্ষার্থীদের সহায়তা দিতে তালিকা করতে বললেন উপাচার্য

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর সেজন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং ছাত্র উপদেষ্টাদের একটি তালিকা তৈরির কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

রবিবার (২৬ জানুয়ারি) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) জীববিজ্ঞান অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ সামাদ, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইমদাদুল হক এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. হাসানুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ।


সর্বশেষ সংবাদ