লাইফ সাপোর্টে থাকা সেই ফারাবির পেটে অস্ত্রোপচার

তুহিন ফারাবি
তুহিন ফারাবি  © টিডিসি ফটো

গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে হামলায় গুরুতর আহত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক তুহিন ফারাবীর পেটে অস্ত্রোপচার করা হয়েছে।

গতকাল বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকা কমিউনিটি হাসপাতালে তার পেটের অস্ত্রোপচার করা হয়েছে। এর আগে ডাকসু ভবনে হামলার গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনদিন লাইফ সাপোর্টে ছিলেন ফারাবী।

হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, আঘাতের কারণে ফারাবীর পিত্তথলিতে অতিরিক্ত রক্ত জমাট বেঁধে যায়। ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় তার অপারেশন করা হয়েছে। অস্ত্রোপচারের পর ফারাবী সুস্থ আছেন।

তুহিন ফারাবীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার এবং সহপাঠীরা।

প্রসঙ্গত গত বছরের ২২ ডিসেম্বর দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে নুরুলের ওপর হামলা চালান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কয়েকজন ছাত্রসহ অন্তত ৩০ জন আহত হন। এদের মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 


সর্বশেষ সংবাদ